Pages

Bangla ফন্টে সমস্যা?

বাংলা ফন্টে সমস্যা?Font

 বাংলা ফন্ট দেখতে ও টাইপ করতে অসুবিধা হচ্ছে?

বাংলা ফন্ট লেখা না গেলে

আপনি কি প্রযুক্তির পাঠশালা ব্লগের বাংলা লেখা গুলো পড়তে পারছেন না বা, পড়তে সমস্যা হচ্ছে?

বাংলা লেখা পড়ার জন্য আপনার কম্পিউটারে ইউনিকোড সমর্থিত ফন্ট চালু থাকতে হবে। যদি আপনার কম্পিউটারে ইউনিকোড ফন্ট ইন্সটল করা না থাকে তাহলে এখান থেকে ইন্সটল করে নিন-

DOWNLOAD BANGLA FONTS

কিভাবে ফন্ট ইন্সটল করবেন?

Start-->Run-এ গিয়ে Fonts লিখে OK করুন। সেখানে আপনার ডাউনলোড করা ফন্টি কপি করে পেষ্ট করুন।

অথবা Control Panel থেকে Fonts ফোল্ডারে গিয়ে উপরে বায়ে File-->Install New Fonts অপশনে গিয়ে আপনার নির্ধারিত ইউনিকোড ফন্ট Select করে Install করুন।

তারপরও কিছু কিছু ব্রাউজারে বাংলা ফন্ট ক্রুটিপূর্ণ দেখা যেতে পারে। এরকম হলে icomplex সফ্টওয়্যারটি নিচের ঠিকানা থেকে ডাউনলোড করে নিন। সফ্টওয়্যারটি ইন্সটল করে চালু করলেই ক্রুটিপূর্ণ ফন্টের সমস্যা দূর হয়ে যাবে।

DOWNLOAD ICOMPLEX SOFTWARE

মোবাইলের জন্য

1.Download Opera Mini from http://mini.opera.com/.

মোবাইল থেকে বাংলা লেখা দেখা যাচ্ছে না?

আমাদের উপরে দেয়া লিংক থেকে ওপেরা মিনি ব্রাউজারটি ডাউনলোড করে নিন।

তারপর মোবাইলে ওপেরা ব্রাউজার ওপেন করুন।(ওপেরা 4.0 ব্রাউজার হলে ভাল হয়)।

তারপর ওপেরা Address bar-এ লিখুন about:config এবং OK করুন।

এরপর ওপেরা সেটিংস পেইজ দেখতে পাবেন।এখান থেকে "Usage bitmap fonts for complex scripts" অপশনটি Yes দিয়ে Save করুন। তাহলেই মোবাইলের ওপেরা থেকে বাংলা দেখতে পারবেন।

বাংলা ফন্ট টাইপ করতে অসুবিধা হচ্ছে?

বাংলা টাইপ করতে সমস্যা হলে আপনি নিচের লিংক থেকে সফ্টওয়্যারটি ডাউনলোড করে কাজ করতে পারবেন।

*DOWNLOAD LINK FOR BENGALI TYPING SOFTWARE

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন