Pages

মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১২

আপনার কি কিছু হারিয়ে গেছে!!!তাহলে খুজেঁ আনুন Recuva দিয়ে।(সম্পুর্ণ Portable)

আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ্‌র রহমতে ভাল আছি। আজ আমি আপনাদেরকে একটি রিকভারী সফ্টওয়ারের সাথে পরিচয় করিয়ে দিব। যার নাম হয়ত অনেকে শুনেছেন এমনকি অনেকে এটা ব্যবহারও করছেন। তবে যারা এখনও জানেন না, তাদের জানাতেই আমার এই আয়োজন। আমার দেখা রিকভারী সফ্টওয়ার এর মধ্যে Recuva অত্যন্ত কার্যকরী। আর তার সাথে যদি হয় Portable তাহলে কথাই নেই।
এর ব্যবহার অত্যন্ত সহজ, নিচের স্কিনশট গুলো দেখলে বুঝতে পারবেন।তাহলে আর দেরী না করে এক্ষুনি নিচের(পোষ্টের শেষে) ডাওনলোড লিঙ্ক হতে ডাওনলোড করে ব্যবহার শুরু করে দিন। ডাওনলোড করা exe ফাইলটিতে Right Click করে Run as Administrator দিয়ে ওপেন করুন।
নিচের চিত্রের মত আসবে, এখানে Next চাপুন-

 নিচের চিত্রের মত আসবে, এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন(যা আপনি রিকভার করতে চান) করে Next চাপুন–

 নিচের চিত্রের মত আসবে-এখানে আপনার ফাইলটি কোথায় আছে তা In a specific location বক্সে দেখিয়ে দিন অথবা আপনি না জানলে I’m not sure সিলেক্ট করুন এবং Next চাপুন——

নিচের চিত্রের মত আসবে, এখানে Enable Deep Scan নির্বাচন করুন এবং Start বাটনে ক্লিক করুন———-

অল্প কিছুক্ষনের মধ্যে স্কেন হয়ে ডান পাশের চিত্রের মত একটি উইন্ডো আসবে এখানে আপনি আপনার রিকভারেবল ফাইলের তালিকা দেখতে পাবেন। অত:পর আপনার পছন্দ অনুযায়ী ফাইলে টিক চিন্হ দিয়ে Recover বাটনে ক্লিক করুন । ব্যাস আপনার ফাইল রিকভার কম্প্রিট। এবার তা Save করে উপভোগ করুন——–



এখানে ক্লিক করুন
  

1 comments:

একটি মন্তব্য পোস্ট করুন