Pages

শনিবার, ৩ নভেম্বর, ২০১২

জেনে নিন আপনার কম্পিউটারের নাড়িঁ-নক্ষত্র “Piriform Speccy” দিয়ে মাত্র কয়েক সেকেন্ডে।


                            আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ্‌র রহমতে ভালই আছি। এই পোষ্টটি যারা জানেননা এবং নতুন কেবল তাদের জন্য। আশা করি উপকৃত হবেন। এটা অত্যন্ত কাজের একটি সফ্টওয়ার। আমাদের সাধের পিসি টাতে কি কি আছে তা হয়ত আমরা নিজেরাও জানি না। আর এতসব জানা এবং মনে রাখাও কষ্টকর। তাই আপনাদের এই কষ্টের হাত থেকে বাচাঁনোর জন্যই আমার এই পোষ্ট।

                                                                                                                                                                                                                                                       এই সফ্টওয়ার দ্বারা আপনি আপনার পিসির অপারেটিং সিস্টেম, সিপিও,মাদারবোর্ড,র‌্যাম,গ্রাফিক্স,হার্ডড্রাইভস্‌,অপটিক্যাল ড্রাইভস্‌,অডিও এবং নেটওয়ার্ক সহ যাবতীয় সকল তথ্য জানতে পারবেন মাত্র এক ক্লিকে।এমনকি প্রয়োজনে প্রিন্ট করে রেখে দিতে পারবেন । এটি একটি ফ্রিওয়ার সফ্টওয়ার তাই লাইসেন্স-এর কোন ঝামেলা নেই। তাছাড়া অটোমেটিক আপডেটের অপশন রয়েছে। তাই আর দেরী না করে ডাউনলোড করে নিন পোষ্টের শেষে ডাউনলোড লিঙ্ক দেয়া আছে। নিচের স্কিনশট গুলো দেখুন :-

স্কিনশট :-১ (অপারেটিং সিস্টেম)



স্কিনশট :-২ (সিপিও)


স্কিনশট :-৩ (র‌্যাম)


স্কিনশট :-৪ (মাদারবোর্ড)


স্কিনশট :-৫ (গ্রাফিক্স)


স্কিনশট :-৬ (হার্ড-ড্রাইভস্‌)


স্কিনশট :-৭ (অপটিকেল ড্রাইভস্‌)


স্কিনশট :-৮ (অডিও)


স্কিনশট :-৯ (পিরিফিয়ালস্)


স্কিনশট :-১০ (নেটওয়ার্ক)




0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন